হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা: চ্যাট সাজিয়ে নিন নিজের মতো
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যবস্থাপনা আরও সহজ করতে ‘কাস্টম লিস্ট’ নামে নতুন একটি সুবিধা এনেছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের এই মাধ্যমটি। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট আলাপগুলো গুচ্ছ করে আলাদা আলাদা তালিকায় সাজাতে পারবেন। এর ফলে বিভিন্ন ব্যক্তি ও গ্রুপ চ্যাটগুলোকে দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে এবং প্রয়োজনীয় বার্তা দ্রুত পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, এই কাস্টম লিস্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তালিকা তৈরি করতে পারবেন, যেমন- পরিবার, কর্মক্ষেত্র, বা এলাকার গ্রুপ। এতে প্রাসঙ্গিক ব্যক্তিদের চ্যাট বা গ্রুপ চ্যাটগুলো আলাদাভাবে সাজানো যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলোতে সহজে মনোযোগ দিতে পারবেন এবং প্রয়োজনীয় বার্তা দ্রুত খুঁজে পেতে সহায়তা পাবেন।
কাস্টম লিস্ট তৈরি করতে চ্যাট ট্যাবের ওপরের ফিল্টার বারে থাকা ‘+’ আইকনে ক্লিক করে তালিকার নাম দিতে হবে। এরপর প্রাসঙ্গিক ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটগুলোকে ঐ তালিকায় যুক্ত করতে হবে। পুরোনো তালিকা প্রয়োজনমতো সম্পাদনা করাও সম্ভব হবে, ফলে পরিবর্তিত যোগাযোগের প্রয়োজন অনুযায়ী তালিকা আপডেট করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া