নাগরিক অধিকার

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে নতুন করে সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুরোধ করেছে কলেজ প্রশাসন।

আজ কলেজ কর্তৃপক্ষ কলেজ ভবনে মাইক লাগিয়ে বিকেলে এ ঘোষণা দেয়া হয়। এ সময় কলেজ ভবনের নীচে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ দেখা যাচ্ছিলো।

এ সময় মাইকে বলা হয়- “একটা ঘটনা হয়ে গেছে। এখন যদি মারামারি চলতে থাকে এর কোনো শেষ নেই। এতে ক্ষতি হবে। আমাদের স্থাপনার ক্ষতি হবে। এলাকার অন্যদের ক্ষতি হবে। যেটা ঘটেছে তার বিচার আমরা কর্তৃপক্ষের কাছে দিলাম”।

ছাত্রদের উদ্দেশ্যে আরও বলা হয়, “তোমরা শান্ত হও। বাসায় যাও। আগামী দুই দিন কলেজ বন্ধ রাখবো। তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না। কারও উস্কানিতে পা দিবে না। তোমরা ধৈর্য্য ধরো”।