সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে রয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে সচিবালয়ের সামনে শুরু হওয়া এ অনশনে অংশ নিয়েছেন ৩১৩ জন এসআই। তাদের অবস্থান সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকের সড়কে।
অব্যাহতি পাওয়া এসআই মো. মনির হোসেন বলেন, “আমরা প্রচণ্ড শীতের মধ্যে সারা রাত নির্ঘুম থেকে অনশন করছি। আমাদের দাবি মানা না হলে মৃত্যুর জন্যও প্রস্তুত।”
সবুজ ঘোষ বলেন, “আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের ন্যায্য দাবিগুলো মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”
অন্য এক আন্দোলনকারী সানিয়া বলেন, “আমরা কোনো অন্যায় করিনি। এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আশাবাদী, সরকার আমাদের সঠিক দাবি মেনে নেবে।”
৪০তম ক্যাডেট এসআই ব্যাচে ৮২৩ জন প্রশিক্ষণার্থী গত বছরের ৪ নভেম্বর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে চার ধাপে ৩১৩ জনকে মাঠ ও ক্লাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয় এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
দাবি আদায়ে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেসময় স্বরাষ্ট্র সচিব তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি পূরণের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ১৩ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন তারা।
এখনও এ বিষয়ে কোনো সরকারি কর্মকর্তা সরাসরি মন্তব্য করেননি। আন্দোলনকারীদের দাবি পূরণের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট নয়।
অনশনকারী এসআইরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।