জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হল থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক।
তাকিয়ার সহপাঠীদের বরাতে জানা গেছে, বন্ধুর সঙ্গে মনোমালিন্যের পর তাকিয়া এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পর্যবেক্ষণ করেছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাকিয়ার পরিবার আসার পর লাশ হস্তান্তর করা হবে।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, লাশ সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে শোকের ছায়া ফেলেছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।