গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না : মির্জা ফখরুল
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, আর কোনো স্বৈরাচার সুযোগ পাবে না।” শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে ফখরুল বলেন, “এই দিন বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার দিন। ১৯৭৫ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে যে জাতীয়তাবাদের আন্দোলন শুরু হয়েছিল, সেটি আজ তারেক রহমানের মাধ্যমে অব্যাহত রয়েছে।”
তিনি জানান, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং দেশের অস্তিত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, “১৭ বছরে শেখ হাসিনা ও তার দোসররা দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে।”
মির্জা ফখরুল আরও বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করব এবং যেকোনো সংকট মোকাবিলা করব।”