আফগানিস্তানের স্পিনার গজনফরের ঝড়ে বাংলাদেশকে হার
শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২৩৫ রানে অলআউট হলেও, বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের দাপটে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায়।
আফগানিস্তানের ইনিংস:
বাংলাদেশের তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপদে পড়ে আফগানরা। মোস্তাফিজ তার দুই ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। যদিও কিছুটা চাপে পড়ে ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান, তারপরও হাশমাতুল্লাহ শহিদী ও মোহাম্মদ নবীর ১০৪ রানের জুটিতে তাদের সংগ্রহ ২০০ পার করে।
নবী ৭৯ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আফগানিস্তানকে লড়াই করার মতো রান এনে দেন। শেষদিকে নাগাইলি খারোতের ২৮ বলে ২৭ রান অপরাজিত থেকে দলের রান আরও বাড়িয়ে তোলেন। তাসকিন ও মোস্তাফিজ দুজনেই চারটি করে উইকেট পান।
বাংলাদেশের ইনিংস:
রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে ভালো একটি জুটি গড়ে তোলেন। কিন্তু এরপর বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে শুরু করে। গজনফরের দুর্দান্ত স্পিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা পথ হারায়।
১৮ বছর বয়সী এই স্পিনার মাত্র ২৬ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন। অধিনায়ক শান্ত ৪৭ রান করলেও দলের হয়ে আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৩৫ রানে, আর ম্যাচটি আফগানিস্তান জয়লাভ করে ৯২ রানের বিশাল ব্যবধানে।