রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে
নিজস্ব প্রতিবেদক:
প্রায় আড়াই দশক আগে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সংঘটিত ভয়াবহ বোমা হামলার মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হবে আগামী ৮ মে।
আজ বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটির চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম প্রহরে রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে চলমান সাংস্কৃতিক অনুষ্ঠানে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হন এবং আহত হন বহু মানুষ। ঘটনার পরদিনই পুলিশ হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে এখন উচ্চ আদালতের রায় প্রকাশের অপেক্ষা। আগামী ৮ মে বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।