নাগরিক অধিকার

বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন শুরু, আলোচনায় বহুমুখী ইস্যু

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টায় শুরু হয়েছে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এফওসি বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হবে। আলোচনার মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে- সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা, ভিসা জটিলতা।

বিশেষত, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিক্রম মিশ্রি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আজ সকালে ঢাকায় পৌঁছান। রাজনৈতিক পরিবর্তনের পর এটি ভারতের কোনো শীর্ষ কূটনীতিকের প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বৈঠককে ঢাকা-দিল্লির স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা স্বাভাবিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি। এই এফওসি দুই দেশের মধ্যে টানাপোড়েন অনেকটাই কমিয়ে আনতে সহায়তা করবে।”

গত বছরের ২৪ নভেম্বর সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মাসুদ বিন মোমেন এবং ভারতের পক্ষে বিনয় কোয়াত্রা। এক বছরের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র সচিব পরিবর্তন হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা আশা করছেন।