মার্কিন নির্বাচনে আস্থা নষ্টের চেষ্টা রাশিয়া-ইরানের: এফবিআই
মার্কিন নির্বাচনে জনআস্থা নষ্ট করতে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে রাশিয়া ও ইরান। দেশটির একাধিক নিরাপত্তা সংস্থার যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারিতে নির্বাচন প্রত্যয়িত না হওয়া পর্যন্ত মস্কো ও তার মিত্রদের প্রচেষ্টা রাজনৈতিক বিভেদ উসকে দিতে পারে। মার্কিন গোয়েন্দা, আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচনী প্রতিরক্ষা সংস্থা যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে। খবর নিউ ইয়র্ক টাইমস।
ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের অফিস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই জানিয়েছে, রাশিয়ার নেতৃত্বে বিদেশি প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রতি জনগণের আস্থা নষ্ট এবং আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে প্রচারণা চালাচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের সতর্কতা বাড়িয়েছে। দুই সপ্তাহ আগে নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে সতর্ক করা হয়েছিল। গত ১০ দিনে রাশিয়ান প্রচেষ্টা নিয়ে তিনটি সতর্কতা জারি করা হয়েছে।
সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেন ইস্টারলি জানিয়েছেন, তার সংস্থা নির্বাচনের হুমকি সম্পর্কে জনগণকে নিয়মিতভাবে অবহিত করতে আপডেট দিয়ে যাবে।