গাজীপুরে মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা: মূলহোতা শিবলী গ্রেপ্তার
গাজীপুর মহানগরের সামান্তপুর এলাকায় মুক্তিপণ না পাওয়ায় নাঈম মাঝি (২৪) নামে এক যুবককে হত্যা করে ফেলে যাওয়ার ঘটনার মূলহোতা ওয়াই.এম.ওয়াই. সিদ্দীকি শিবলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৪) গভীর রাতে র্যাব-১ এর আভিযানিক দল গাজীপুরের জয়দেবপুর থানাধীন সিড়িরচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত ১৫ অক্টোবর সামান্তপুর এলাকার একটি ধানক্ষেতে হাত-পা বাঁধা, আঘাতের চিহ্নযুক্ত ও আঙুল কাটা অবস্থায় নাঈমের মরদেহ পাওয়া যায়। তার ডান চোখ ও কপালে আঘাতের চিহ্ন ছিল এবং দুই হাতের আঙুল কাটা ছিল। জিএমপি সদর থানা পুলিশ সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই থানায় মামলা দায়ের করলে, মামলার তদন্ত শুরু হয়।
র্যাব-১ সূত্রে জানা যায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিবলীকে গাজীপুরের সিড়িরচালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শিবলী স্বীকার করেন যে, গত ১৪ অক্টোবর ভিকটিম নাঈমকে অপহরণ করে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে নাঈমকে নির্মমভাবে হত্যা করা হয় এবং পরিচয় গোপন রাখতে আঙুল কেটে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত শিবলীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।