নাগরিক অধিকার

কারিনা ভেবে বিমান কর্মীর সঙ্গে কী করে বসলেন সাইফ?

বলিউডের আলোচিত জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের ১২তম বিবাহবার্ষিকী পালন করেছেন। এ তারকা দম্পতি মুম্বাই বিমানবন্দরের সামনে তাদের দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন।

মুম্বাই থেকে যাওয়ার পথে বিমানবন্দরের সামনে সাইফ যে কাণ্ড ঘটান, তা দেখে সবাই হতবাক হয়ে যায়। এমন ঘটনা কেউই আশা করেননি। সাধারণত কারিনাকে নিয়ে বেশ সংরক্ষণশীল সাইফ এদিন বিমানবন্দরের এক মহিলা কর্মীকে ভুল করে নিজের স্ত্রীর সঙ্গে গুলিয়ে ফেলেন।

কারিনার পরনে ছিল একটি কুর্তা এবং তার উপরে লাল রঙের একটি জ্যাকেট, যা ঠিক একই রকম ছিল বিমানবন্দরের ওই কর্মীর পোশাকের সঙ্গে। সাইফ, স্ত্রীর বদলে ওই মহিলা কর্মীকে জড়িয়ে ধরতে যান। পাপারাজ্জিরা মুহূর্তটি ক্যামেরাবন্দি করে। নিজের ভুল বুঝতে পেরে সাইফ হাসি চাপতে পারেননি।

সাইফ-করিনা যেখানে যান, সেখানেই তাদের পিছনে আলোকচিত্রীদের ভিড় থাকে। তাই সবার প্রিয় দম্পতি হিসেবে তাদের ছবির জন্য সবসময় আগ্রহী থাকেন ফটোগ্রাফাররা।