নাগরিক অধিকার

হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের নতুন মোতাওয়াল্লী মাখদুমা পন্নী

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মোহাম্মদ হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের নতুন মোতাওয়াল্লী হলেন ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী। দাউদ খান পন্নীকে অপসারণ করে গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ওয়াকফ প্রশাসক উম্মুত তিজান মাখদুমা পন্নীকে মোতাওয়াল্লী নিয়োগ করেন।
ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী হায়দার আলী খান পন্নীর পৌত্র উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসাবিদ মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর বড় মেয়ে। এর আগে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তাঁরই চাচা দাউদ খান পন্নী। কিন্তু ওয়াকফ দলিলের শর্ত ও আইন ভঙ্গ করায় দাউদ খান পন্নীকে মোতাওয়াল্লীর দায়িত্ব থেকে অপসারণ করে ওয়াকফ প্রশাসন। তার আগে অসিয়ত মোতাবেক মোতাওয়াল্লী ছিলেন নব নিযুক্ত মোতাওয়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নীর পিতা।

প্রকাশ, ১৯২৫ সাল থেকে করটিয়া ছোট তরফের জমিদারদের সম্পত্তি হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেট এবং হায়দার আলী খান পন্নী ওয়াকফ লিল্লাহ এস্টেট হিসেবে মোতাওয়াল্লী নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।