হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্বে ছিলেন এবং ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনওয়ারের হত্যাকে যুদ্ধের সমাপ্তি না বলে বরং “শেষের সূচনা” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালানো হয়, যেখানে ধারণা করা হচ্ছিল হামাসের সিনিয়র নেতারা অবস্থান করছিলেন। অভিযানে তিনজন নিহত হন, তাদের মধ্যে সিনওয়ারও ছিলেন।
আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, অভিযানে সিনওয়ারকে একটি ভেস্ট, অস্ত্র এবং ৪০ হাজার শেকেল (৮,২০০ পাউন্ড)সহ পাওয়া গেছে। তিনি আরও জানান, সিনওয়ারকে হত্যা করার আগে কয়েক ঘণ্টা সময় লেগেছিল কারণ তাদের নিশ্চিত করতে হয়েছে যে নিহত ব্যক্তি সত্যিই সিনওয়ার।
নেতানিয়াহু বলেন, “যদিও এটি গাজার যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু।” তিনি গাজাবাসীদের উদ্দেশে বলেন, “সিনওয়ার আপনার জীবন ধ্বংস করেছে। হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না।”
ইয়াহিয়া সিনওয়ারের হত্যার আগে, গত জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হন। সিনওয়ার ছিলেন হানিয়াহর স্থলাভিষিক্ত।
সিনওয়ার, যিনি আবু ইব্রাহিম নামে পরিচিত, ৬১ বছর বয়সে নিহত হয়েছেন। তিনি গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘ ২২ বছর ধরে ইসরায়েলি কারাগারে ছিলেন, যেখানে তার রাজনৈতিক মতাদর্শের উগ্রপন্থা গড়ে ওঠে।