হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদকব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ আবির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ।
শুক্রবার (৪ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সঙ্গীয় ফোসসহ উপজেলার বটতলী বাজারস্থ মুসলিম হাজীর চাতালে অভিযান চালিয়ে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ আবির হোসেনকে হাতেনাতে আটক করে।
আটক আবির হোসেন উপজেলার হরিপুর সদর ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।