সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা প্রচেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফখরুদ্দিন বলেন, “ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই। সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ডাম্পিং কার্যক্রম চলছে। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য জানানো হবে।”
জানা গেছে, আগুনের সূত্রপাত কারখানার টিস্যু পেপারের গোডাউনে হয়। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর, ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো একযোগে কাজ করে।