সিরিয়ায় বিদ্রোহীদের আগুনে পুড়ল বাশার আল-আসাদের বাবার কবর
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের কবরে আগুন দিয়েছেন বিদ্রোহীরা। হাফেজ আল-আসাদ ছিলেন সিরিয়ার একজন স্বৈরশাসক, যিনি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধারা হাফেজ আল-আসাদের কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে তার কবরের একাংশ আগুনে জ্বলতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, একটি কফিন আগুনে পুড়ছে, যা ধারণা করা হচ্ছে ওই কবর থেকেই তোলা হয়েছে।
হাফেজ আল-আসাদ লাতাকিয়ার কারদাহা এলাকায় পারিবারিক সমাধিতে শায়িত। তার শাসনকাল এবং পরবর্তী সময়ে বাশার আল-আসাদের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সিরিয়ায় দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। দেশটির জনগণের ওপর দমন-পীড়ন এবং দুর্নীতির কারণে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে।
হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে বাশার আল-আসাদ। শুরুতে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তিনি বাবার মতোই স্বৈরাচারী শাসনে ফিরে যান। ফলে দেশে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে এবং বাশারের শাসন ক্ষতিগ্রস্ত হয়।
হাফেজ আল-আসাদের কবর বিশাল কাঠামোর নিচে অবস্থিত, যা পাথরের জটিল নকশায় নির্মিত। এখানে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের আরও কয়েকজন সদস্য শায়িত রয়েছেন।
এই ঘটনা সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার প্রতীক হয়ে উঠেছে এবং আসাদ পরিবারের বিরুদ্ধে বিদ্রোহীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।