সাংবাদিককে বাসা থেকে ডেকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ময়মনসিংহের শম্ভুগঞ্জে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত স্বপন ভদ্র (৫৫) ছিলেন সাবেক প্রেসক্লাব সহ-সভাপতি এবং তিনি জাতীয় দৈনিক খবরপত্রে কাজ করতেন। শনিবার সকালে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সন্দেহভাজন হিসেবে সাগর মিয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। নিহতের ভাতিজারা জানিয়েছেন, সাগর তাদের মামাকে ধারালো দা দিয়ে আঘাত করে। আহত অবস্থায় স্বপন ভদ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।