নাগরিক অধিকার

সড়কে গেল প্রাণ: ইউনিয়ন পরিষদে যাওয়া হলোনা বৃদ্ধা হাসিনার

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদে যাবার পথে অটো-টমটম উল্টে হাসিনা বিবি (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় রাজিয়া সুলতানা (৬৫) নামে আরো এক বৃদ্ধা আহত হয়েছেন।

আহত রাজিয়াকে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসিনা বিবি উপজেলার রঞ্জনিয়া গ্রামের সুমিল্লার স্ত্রী এবং আহত রাজিয়া একই গ্রামের আয়াত আলীর স্ত্রী।

নিহত হাসিনার ছেলে হাসেন আলী বলেন, সকাল থেকে ইউনিয়ন পরিষদে বয়স্ক,বিধবা ভাতাভোগীদের কার্ড যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। বয়স্ক ভাতাভোগী তার মা হাসিনা বিবি ও রাজিয়া বিবি একটি অটো টমটম যোগে পরিষদে যাবার সময় রাণীনগর আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের অদুরে পৌছলে অটো টমটমটি উল্টে সড়কের নিচে পরে যায়। এসময় হাসিনা ও রাজিয়া আহত হলে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র চিকিৎসালয়ে নেয়ার পথে দুপুর আড়াইটা নাগাদ মা হাসিনা মারা যান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।