নাগরিক অধিকার

শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগাংকে হারিয়ে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা

দীর্ঘ ১২ বছর পর বিপিএলে ফিরে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় চিটাগাং কিংস। তবে শিরোপা ছোঁয়া হয়নি বন্দর নগরীর দলটির। শ্বাসরুদ্ধকর ফাইনালে বরিশালের কাছে ৩ উইকেটে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে তামিম ইকবালের বরিশাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি।

এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে চিটাগাং সংগ্রহ করে ১৯৪ রান। নাফি ৪৪ বলে ৬৬ রান করে আউট হলেও, পারভেজ ইমন ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২৩ বলে ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ঝড়ো শুরু করেন। অধিনায়ক তামিম ২৪ বলে ফিফটি তুলে নেন এবং উদ্বোধনী জুটিতে হৃদয়ের সঙ্গে ৭৬ রান যোগ করেন।

তামিম ২৯ বলে ৫৪ রান করে আউট হলে চিটাগাং ম্যাচে ফিরে আসে। দ্রুতই বরিশাল হারায় দাউদ মালান (২ বলে ১) ও হৃদয় (২৮ বলে ৩২)।

এরপর মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের ৩৪ রানের জুটিতে বরিশাল আবার ম্যাচে ফেরে। তবে মুশফিক ৯ বলে ১৬ রান করে আউট হলে আবার চাপ বাড়ে বরিশালের ওপর।

মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন মায়ার্স। তবে শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ে দলীয় ১৭২ রানের মাথায় তারা দুজনই আউট হয়ে গেলে জয়ের আশা দেখে চিটাগাং। মায়ার্স ২৮ বলে ৪৬ ও মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করেন।

শেষ মুহূর্তের নাটকীয়তায় রিশাদ হোসেনের ৬ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিও বরিশালকে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় এনে দেয়, নিশ্চিত করে তাদের টানা দ্বিতীয় শিরোপা।