শাহবাগে সড়ক অবরোধ, জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ তিন দফা দাবিতে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ায় শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। সরকার বা প্রধান উপদেষ্টার কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাঁরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
তিন দফা দাবি- প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে ও প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তাদের দুর্দশা চরমে পৌঁছালেও সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসছে না বলে জানান তারা।