লেবানন থেকে ফিরতে চান ১ হাজার ৮০০ বাংলাদেশি, সংকট আকাশপথে
লেবাননের যুদ্ধাবস্থার মধ্যে দেশে ফিরতে ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী রবিবারের পর তাদের ফেরার পথ খুলবে। নিবন্ধনকারীদের মধ্যে ১৬০-১৬৫ জনের কাগজপত্র সঠিক আছে, বাকি প্রায় ৯০% অনিয়মিত হয়ে গেছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি লেবানন থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, আকাশপথে ফেরার সময় সংকটের মুখোমুখি হচ্ছেন তারা, কারণ কিছু এয়ারলাইন্স ভাড়া বাড়িয়ে দিয়েছে। তবে সরকার যেকোনো মূল্যে বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, “বৈরুত থেকে ফ্লাইটের সংখ্যা কমে আসায় বড় সংখ্যায় ফিরতে সমস্যা হচ্ছে। দৈনিক ৫০ জনের বেশি সিট পাচ্ছি না।”
তৌহিদ হোসেন আরও জানান, সমুদ্রপথে তুরস্ক হয়ে ফিরানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে। “আমরা যদি প্রয়োজন মনে করি, মেরসিনে নিয়ে যাব এবং সেখান থেকে বিমানের চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনব,” বলেন তিনি।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের দেশে ফিরতে আকুতি জানিয়ে আসছে। তৌহিদ হোসেন জানান, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ১ লাখ, কিন্তু আর্থিক কারণে অনেকেই ফিরতে চাইছেন না।
তিনি উল্লেখ করেন, “অনিয়মিতদের ক্লিয়ারেন্স পেতে সমস্যা তৈরি হচ্ছে। তবে আমরা জরিমানার ব্যবস্থা মাফ করার চেষ্টা করছি।”
উপদেষ্টা বলেন, “ডকুমেন্টেডদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।”