লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৫৮ জন বাংলাদেশি। আগামী ১৬ জানুয়ারি তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই বাংলাদেশিরা দোহা হয়ে বিমানযোগে দেশে ফিরছেন। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সরকার স্বেচ্ছায় নিজ খরচে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে। এর আগে ১৭টি ফ্লাইটে মোট ১,১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে বহু প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সুরক্ষার জন্য এবং দেশে ফেরার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।