লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই লুটপাট, আরও ১০ জন আটক
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে না আসার মধ্যেই লুটপাটের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সর্বশেষ চুরি ও লুটপাটের অভিযোগে আরও ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্যমানের মালামাল লুটের অভিযোগ রয়েছে।
গত কয়েক দিনে লুটপাটের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। অপরাধ প্রমাণিত হলে কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই দাবানলে বাতাসের গতি বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইতোমধ্যে ১৪ হাজারের বেশি দমকলকর্মী, ৮৪টি এয়ারক্রাফট এবং ১,৩৫৪টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।
লুটপাটের ঘটনায় অনেকেই ছদ্মবেশ নিচ্ছেন। শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, দুই ব্যক্তি দমকল কর্মীর ছদ্মবেশে লুটপাটে অংশ নেন। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দাবানলে পুড়ে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস ও ইটন এলাকায় যথাক্রমে ২৩,৭১৩ একর এবং ১৪,১১৭ একর জমি ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়াকে সাহায্যের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধ্বংসাবশেষ পরিষ্কার করা, ক্ষতিগ্রস্তদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাতাসের গতি বৃদ্ধির সতর্কতার মধ্যেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। জনসাধারণকে সরিয়ে নিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রক্রিয়া চলছে।