নাগরিক অধিকার

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে আমদানির শর্ত শিথিল

পবিত্র রমজান মাসে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৬ নভেম্বর) এক সার্কুলারে, ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি ও সরবরাহ স্বাভাবিক রাখতে এসব পণ্যের আমদানিতে পূর্বের শতভাগ নগদ মার্জিন শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে। এখন গ্রাহক ও ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে এলসি খোলা যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুরের আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা আগামী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

খাতসংশ্লিষ্টদের মতে, মার্জিন শিথিল হওয়ায় আমদানিকারকদের নগদ অর্থ কম লাগবে, যা আমদানি খরচ কমাবে এবং বাজারে পণ্যের মূল্য কিছুটা হ্রাস পেতে পারে। এই পদক্ষেপে রমজান উপলক্ষে পণ্যের সরবরাহ ও মূল্য সহনীয় রাখা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।