মিরপুরে গ্যাসের আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে— খলিল (৪০): শরীরের ৯৫ শতাংশ পুড়েছে।
রুমা (৩২): শরীরের ২০ শতাংশ পুড়েছে। তিন সন্তান: আব্দুল্লাহ (১৩) ৩৮ শতাংশ, মোহাম্মদ (১০) ৩৫ শতাংশ এবং ইসমাইল (৪) ২০ শতাংশ দগ্ধ। শাহজাহান (৩৫): ৬ শতাংশ দগ্ধ। স্বপ্না (২৫): ১৪ শতাংশ পুড়েছে।
স্বজনদের বরাতে জানা গেছে, গৃহকর্তা খলিল পেশায় একজন রং মিস্ত্রি। ভোরে চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাসায় আগুন ধরে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, খলিলসহ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বাঁচানো কঠিন হতে পারে। বাকিদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিলিন্ডারের সঠিক রক্ষণাবেক্ষণ ও সচেতনতার ঘাটতিকে এই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।