মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২০৭, কমলা ৯১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২০৭ ইলেক্টোরাল ভোট এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯১ ইলেক্টোরাল ভোট। খবর সিএনএনের।
এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্যের কারণে রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম অঙ্গরাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর বেশ আগেভাগেই লাইনে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়।
চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।