নাগরিক অধিকার

ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করেছেন যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। বুধবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

টবি ক্যাডম্যান বলেন, “ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আশা করি, তারা বাংলাদেশের আইন ও শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে, ভারত তা মানবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া চালানোর বিষয়েও বাংলাদেশ সরকারের বিবেচনার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতার কথাও বলেছেন ক্যাডম্যান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ক্ষমতায় থাকার ১৫ বছরের বেশি সময় পর দেশত্যাগী এই নেত্রীর বিরুদ্ধে দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে গণহত্যার দুটি মামলায় ৪৬ জন আসামির মধ্যে হাসিনার নামও অন্তর্ভুক্ত।

পরোয়ানা জারির পরপরই পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে। একই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।