নাগরিক অধিকার

ভারতে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা

ভারত হিযবুত তাহরীরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেছে। এনডিটিভি সহ একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিযবুত তাহরীর জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতে এবং বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। সংগঠনটি উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তরুণদের সন্ত্রাসী সংগঠন আইএসএসে যোগদানের জন্য প্ররোচিত করে। এছাড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহেরও অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর এক্সে (পূর্বে টুইটার) পোস্টের মাধ্যমে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হিযবুত তাহরীর ১৯৫৩ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত হয়। এর আগে যুক্তরাজ্য, বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক এবং মিসরসহ বেশ কয়েকটি দেশ এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে।