বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়: আসিফ মাহমুদ
বাংলাদেশ পুলিশের লোগো থেকে নৌকা প্রতীক বাদ যাওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পুলিশের পরিচয় হওয়া উচিত জনগণের সেবক হিসেবে, কোনো বৈষম্যের প্রতীক নয়।
শুক্রবার (১১ এপ্রিল) আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
বাংলাদেশ পুলিশের নতুন লোগোতে আগের পালতোলা নৌকার পরিবর্তে আনা হচ্ছে পানিতে ভাসমান শাপলা ফুল।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (লজিস্টিকস) নাসিমা আক্তারের সই করা এক আদেশে নতুন এই লোগোর ঘোষণা দেওয়া হয়। আদেশে জানানো হয়, নতুন লোগোটি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং এটি এখন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।
নতুন লোগোতে দুই পাশে থাকবে ধান ও গমের শীষ, উপরে থাকবে তিনটি পাট পাতা, মাঝে থাকবে পানিতে ভাসমান শাপলা ফুল, আর নিচে বাংলায় লেখা থাকবে ‘পুলিশ’।