নাগরিক অধিকার

বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণ ছাড়া ভারতের অভিযোগ অযৌক্তিক: পাকিস্তান

পাকিস্তান বলেছে, “বিশ্বাসযোগ্য তদন্ত এবং যাচাইকৃত সাক্ষ্য-প্রমাণের অভাবে” পহেলগামের হামলাকে পাকিস্তানের সাথে যুক্ত করার ভারতের প্রচেষ্টা “অযৌক্তিক, যুক্তিহীন এবং যৌক্তিক পরাজয়ের লক্ষণ”।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

পহেলগাম হামলার পরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান এবং তাদের সশস্ত্র বাহিনী “তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত রয়েছে।”

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণার পাশাপাশি বলেছে, “কোনো রকম বৈষম্য ছাড়াই পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং সন্ত্রাসবাদের বিরোধিতাকারী নেতৃস্থানীয় দেশ হিসেবে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছে”।

এই কমিটি বলেছে, “পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের ইন্ধন দেওয়ার জন্য ভারত নিজের দোষ লুকাতে পারে না এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সংঘটিত নিয়মতান্ত্রিক এবং রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মনোযোগ সরাতে পারে না”।

ভারতের দাবির বিপরীতে পাকিস্তান জানিয়েছে, দেশটিতে “ভারতের স্পন্সরে সন্ত্রাসবাদের অকাট্য প্রমাণ” তাদের কাছে রয়েছে।

ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের জীবন্ত প্রমাণ হিসেবে ভারতীয় নৌ-বাহিনীর কমান্ডার কুলভূষণ যাদবের স্বীকারোক্তি এই প্রমাণ হিসেবে রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।