নাগরিক অধিকার

বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশকে ১১৬ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই অর্থায়ন বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার উন্নয়ন ঘটাবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।

বিশ্বব্যাংকের এই অর্থায়নের মধ্যে ৫০ কোটি ডলার সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। এটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সবুজায়ন এবং জলবায়ু স্থিতিস্থাপক হস্তক্ষেপ বাস্তবায়নে নীতিগত সংস্কারকে সমর্থন করবে।

৩৭ কোটি ৯০ লাখ ডলারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্থিতিস্থাপক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মানসম্পন্ন স্বাস্থ্যসেবায় জনগণের প্রাপ্যতা উন্নত করা হবে। প্রায় ৫১ লাখ মানুষ এ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা পাবে, যা মা ও নবজাতকের মৃত্যুহার কমাতে সহায়তা করবে।

২৮ কোটি ডলারের চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্ট চট্টগ্রামের ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ পানি সরবরাহ করবে। এটি দুই লাখ নতুন পরিবারের পানির সংযোগ এবং নিম্ন আয়ের এক লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবা প্রদান করবে।

বিশ্বব্যাংক জানায়, এই প্রকল্পগুলো বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।