নাগরিক অধিকার

বরিশালে সড়ক নির্মাণ ও ড্রেন সংস্কার কাজের উদ্ধোধন

বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বিগত দিনে খাল ও ড্রেনগুলো ঠিকভাবে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ না করায় মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। এই সব সমস্যা দূর করতে ড্রেন ও খালগুলোর জলাবদ্ধতা দূর করতে কাজ চলছে। এতে করে দিন দিন মশার উপদ্রবও কমে আসবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরের ভাটিখানা এলাকার রোকেয়া আজিম সড়ক নির্মাণ ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় বর্ষার মৌসুমের আগে প্রায় সকল সড়ক সংস্কার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে ড্রেন সংস্কার ও নির্মাণ কাজ শেষ করবেন বলে জানান সিটি মেয়র। শুক্রবার রোকেয়া আজিম সড়ক ছাড়াও বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি সড়ক ও ড্রেন নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। এক কিলোমিটারের বেশি দুইটি সড়ক ও ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৪১ লাখ টাকা।