বরিশালে ইলিশ ধরায় ৩২৫ অভিযান, জরিমানা ও কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে গত ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনে ৩২৫টি অভিযান চালানো হয়। অভিযানে ৭ জন জেলেকে কারাদণ্ড এবং এক লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ১০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ৯৭৮ কেজি ইলিশ ও পাঁচ লাখ পাঁচ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। নিষেধাজ্ঞার সময়ে বরিশালের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।