বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে সকাল আটটার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল করে বাইপাইল মহাসড়কে আসেন তারা।
শ্রমিকদের অভিযোগ, প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মালিকপক্ষের সঙ্গে কয়েকবার কথা হলেও বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা কথা রাখেনি। এছাড়া, স্টাফদের বেতনও চার থেকে পাঁচ মাস ধরে বকেয়া রয়েছে। বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হলেও বেতন পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, “বিষয়টি সমাধানে আলোচনা চলছে। শ্রমিকদের বেতন দুই মাসের বেশি সময় ধরে বকেয়া রয়েছে।”