পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮
পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই পরিবারের আটজন প্রাণ হারিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার নূরানী গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করেন।
নিহতরা হলেন পিরোজপুর জেলার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), তাদের দুই ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০), এবং শেরপুরের মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), তাদের মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
শাওনের খালাতো ভাই মুরাদ জানান, পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরে আসার পর রাতে তারা শাওনের পিরোজপুরের বাড়িতে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খালে পড়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।