নাগরিক অধিকার

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত দশজন।

শনিবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৪০) ওই ইউনিয়নের কাজীপাড়ার শুকুর আলীর ছেলে। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক বিএনপি নেতা আবুল হাশেম ও ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। আহত জালালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির নেতারা এসব ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।