নাগরিক অধিকার

পাকিস্তানে ট্রেন দখল করে যাত্রী জিম্মি, ৮০ জনকে উদ্ধার

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে ট্রেনের যাত্রীদের জিম্মি করার ঘটনায় ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও টিভির।

নিরাপত্তা সূত্র জানায়, অভিযানে অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে। জিম্মি উদ্ধারকৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।

নয় বগির ট্রেন ‘জাফর এক্সপ্রেস’ চার শতাধিক যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশওয়ারের উদ্দেশে রওনা হলে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালায়। ট্রেনটি টানেলের সামনে থামিয়ে তারা এর নিয়ন্ত্রণ নেয়।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করে দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে এবং বাহিনীর সদস্যরা তাদের জিম্মিদের মধ্যে রয়েছে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, হামলাকারীরা আফগানিস্তানে থাকা মূল পরিকল্পনাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। অভিযান এখনো চলছে এবং নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেলেছে।

উল্লেখ্য, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশটিতে ৭৪টি সন্ত্রাসী হামলায় ৯১ জন নিহত হন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর ৩৫ সদস্য রয়েছেন।