নাগরিক অধিকার

নিরক্ষর ব্যক্তিদের এনআইডিতে থাকবে আঙুলের ছাপ

যেসব ব্যক্তি নিরক্ষর, তাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ছবির নিচে আঙুলের ছাপ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সিস্টেম ম্যানেজারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এনআইডি পরিচালকের (অপারেশনস) কাছে নির্দেশনাটি পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো উপজেলায় বদলির কারণে পদ ফাঁকা থাকলে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জেলা নির্বাচন কর্মকর্তার সুপারিশ অনুযায়ী প্রতিকল্প কর্মকর্তা পদায়ন করতে হবে, যাতে কোনো পদ ফাঁকা না থাকে।

নতুন ভোটার নিবন্ধন এবং ডাকঘর এন্ট্রি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, নতুন ভোটার শনাক্তকারীর এনআইডি ডাটাবেজে সংরক্ষণ এবং তদন্ত দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিরক্ষর ব্যক্তিদের এনআইডিতে স্বাক্ষর সংক্রান্ত সমস্যার সমাধানে আঙুলের ছাপ ব্যবহারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।