নাগরিক অধিকার

নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

নড়াইল সদরের তুলারামপুর গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন বগুড়ার শিবগঞ্জের দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তিনজন ব্যক্তি তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে ঢোকার চেষ্টা করলে কুকুরের ডাক শোনা যায়। এরপর বাড়ির লোকজন চোরের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে।

গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের গ্রামসহ আশপাশের এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটছে।”

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”