ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের আস্থা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বেশি সমর্থন করছেন ইসরায়েলিরা।
সোমবার প্রকাশিত এক জরিপে দেখা যায়, ইসরায়েলিদের ৬৬ শতাংশই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করছেন। মাত্র ১৭ শতাংশ ইসরায়েলি কমলা হ্যারিসকে সমর্থন করেন, এবং আরও ১৭ শতাংশ কোনো সিদ্ধান্তে আসেননি। খবর টাইমস অব ইসরায়েলের।
নেতানিয়াহুর রক্ষণশীল জোটের সমর্থকদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তাদের মধ্যে ৯৩ শতাংশই ট্রাম্পের পক্ষে। আর হ্যারিসকে সমর্থন করেন মাত্র ১ শতাংশ।
জরিপে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইসরায়েলি জনগণের কাছ থেকে কিছুটা সমর্থন পেলেও, ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিতের কারণে সেই জনপ্রিয়তা কমে গেছে।
ট্রাম্পের প্রেসিডেন্সিতে তিনি ইসরায়েলের পক্ষে বেশ কিছু পদক্ষেপ নেন, যেমন মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তর, গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি, এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে, যা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি ও পররাষ্ট্রনীতির দিক নির্ধারণ করবে।