জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন কিছু বঞ্চিত কর্মকর্তা। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
অবস্থানের সময় কর্মকর্তাদের বারান্দার মেঝেতে বসে থাকতে এবং একজনকে শুয়ে থাকতে দেখা গেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছেন এবং এ বিষয়ে আজকের মধ্যে কোনো প্রজ্ঞাপন জারি না হলে তারা মন্ত্রণালয় ত্যাগ করবেন না।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।