জনতার ওপর ফাঁকা গুলি: অস্ত্রসহ সাবেক এমপি আটক
যানজটে আটকা পড়ে উত্তেজিত জনতার ওপর ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাটে আসার পথে খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়েন। এ সময় একটি মোটরসাইকেল তার গাড়িতে ধাক্কা দিলে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী, উপজেলার উষাইনগর গ্রামের জিএম শাহীনকে মারধর করেন। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ধরলে তিনি নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন।
খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসে।
প্রথমে তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে পরিচয় দেন। পরে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেন।
চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, “অভিযুক্ত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।”
রানা মোহাম্মদ সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে চাকরির পর অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি একজন চা ব্যবসায়ী এবং পঞ্চগড়ে তার বেশ কয়েকটি চা বাগান রয়েছে।