নাগরিক অধিকার

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

ইকবাল হোসেন, চট্টগ্রাম:
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে একটি মার্কেট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া দুইটার দিকে রেয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেইনের পাঁচতলা রিজওয়ান কমপ্লেক্সে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “সাতটি ইউনিটের চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা ভোর রাতে এক তরুণকে মৃত অবস্থায় উদ্ধার এবং আহত এক নারীসহ চারজনকে হাসপাতাল নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, “হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা গেছেন।

এছাড়া নারীসহ আরো দুজন হাসপাতালে ভর্তি আছেন জানিয়ে এসআই আশেক বলেছেন, মৃতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন-সাতকানিয়া উপজেলার বাংলা বাজার এলাকার মো. শাহেদ (১৮) ও একই উপজেলার মোহাম্মদ রিদুয়ান (৪৫)।