গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে যারা
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তাদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেছেন। নতুন সংগঠনের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নেতৃবৃন্দ হিসেবে আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনটি ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা।
সংগঠনের ঘোষণা শেষে কিছু ছাত্র তাদের পদ না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নানা স্লোগান দেন।