কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বিদেশি দূতাবাস ক্ষতিগ্রস্ত
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে ছয়টি বিদেশি দূতাবাস ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, শুক্রবার সকালে রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় এবং একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কিয়েভের সামরিক বাহিনী জানায়, রাশিয়া হাইপারসনিক কিনঝাল এবং ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে হামলার শুরু হয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানে তৎপরতা চালাচ্ছেন।
কিয়েভ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনসহ কয়েকটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়া জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
এই হামলায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ইউক্রেনের কূটনৈতিক মিশনগুলোর ক্ষতি এবং বেসামরিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।