করাচি থেকে গোলা-বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব
পাকিস্তানের করাচি থেকে গোলা-বারুদের জাহাজ এসেছে—এমন শীর্ষক একটি সংবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট উপ-কমিশনারের বরাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের করাচি থেকে আসা ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামক জাহাজ থেকে ৩৭০টি কনটেইনার খালাস করা হয়েছে। এর মধ্যে করাচি বন্দর থেকে এসেছে ২৯৭টি কনটেইনার এবং বাকি ৭৩টি কনটেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
কনটেইনারগুলোতে গোলা-বারুদের পরিবর্তে বেশিরভাগই শিল্প ও বাণিজ্যিক কাঁচামাল রয়েছে। এসবের মধ্যে রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাপড়, কাঁচ শিল্পের কাঁচামাল, পেঁয়াজ (৪২টি কনটেইনার), আলু (১৪টি কনটেইনার)। এছাড়া ফেব্রিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট ইত্যাদি পণ্যও কনটেইনারে পাওয়া গেছে।
এসব পণ্য বাংলাদেশে আমদানি করেছে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, যেমন: আকিজ গ্লাস, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস।
সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গোলা-বারুদের মতো স্পর্শকাতর পণ্য আমদানির বিষয়ে কোনো প্রমাণ বা সত্যতা নেই। এ ধরনের গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।