নাগরিক অধিকার

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে বিএনপি কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপি কর্মী সাব্বির (২৪)-কে মারধরের ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেলা ১১টার দিকে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে বিএনপি কর্মী সুজন (৩০) গুলিবিদ্ধ হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেনের ছেলে মেহেদী হাসান মুনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আটক ৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”