ইসরায়েলি হামলায় এক দিনে গাজা ও লেবাননে ২২০ জন নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রাণ হারিয়েছেন ২২০ জন মানুষ। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন, যার মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
উত্তর গাজার বেইট লাহিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হয়, যেখানে পাঁচ তলা একটি আবাসিক ভবনে বোমা ফেলা হলে ভবনটি ধসে পড়ে। এতে শিশুসহ ৯৩ জন নিহত হন এবং বহু আহত হন।
এছাড়া সম্মুখ যুদ্ধে ইসরায়েলি বাহিনীও ক্ষতির সম্মুখীন হয়। গাজার উত্তরে সংঘর্ষে চারজন ইসরায়েলি সেনা এবং লেবাননের দক্ষিণাঞ্চলে একজন সেনা নিহত হন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৭৭৭ জনে দাঁড়িয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির এবং মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি হামলার ফলে গাজার ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, আর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান।