নাগরিক অধিকার

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৩১, সপ্তাহব্যাপী অভিযানের ছক

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও ১০১ জন আহত হয়েছে।

রোববার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চাপানো তিন সপ্তাহের অবরোধের জবাবে হুথি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর পুনরায় হামলার হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, লোহিত সাগরে জাহাজে হামলার কড়া জবাব দেওয়া হবে। পাশাপাশি, ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনে এ সামরিক অভিযান কয়েক দিন বা সম্ভবত পুরো সপ্তাহজুড়ে চলবে। মার্কিন যুদ্ধবিমানগুলো লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে হামলা চালাচ্ছে।

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত ও ৯ জন আহত হয়েছেন।

লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, সানার উত্তরের শাউব জেলায় আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী।

এছাড়া, ইয়েমেনের সাদা শহর, ধামর শহর ও আনস জেলা, আল-বাইদা গভর্নরেটসহ বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালানো হয়েছে।

১৬ মার্চ ভোরে সানার আত্তান এলাকা ও সাদার দাহিয়ান শহরে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং দাহিয়ানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে এবং এতে গাজার প্রতি তাদের সমর্থন আরও বৃদ্ধি পাবে।