আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
পুরান ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকাল থেকে তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনের সড়ক, বকশী বাজার মোড় এবং আশপাশের গলির প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে রেখেছেন। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বৃহস্পতিবার বিচারকাজ চলার কথা ছিল। ভোরে পুলিশ ও এপিবিএন সদস্যরা মাঠে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়।
এক শিক্ষার্থী আহাদ উল্লাহ বলেন, “মাদ্রাসা মাঠটি দীর্ঘদিন সিটি করপোরেশন দখল করে রেখেছিল। এটি আমাদের মাঠ। আমরা দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই। অন্যথায় আমাদের আন্দোলন তীব্র হবে।”
আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের মাঠে বিচারকাজ চলবে কেন? এটি শিক্ষার্থীদের খেলার ও শিক্ষার স্থান। এখানে কোনো আদালত বসতে দেওয়া হবে না।”
চকবাজার থানার ওসি রেজাউল হোসেন জানান, বিডিআর বিদ্রোহের বিচার সম্পাদনের জন্য মাদ্রাসা মাঠে আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের বিচারের জন্য আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালত স্থাপন করা হয়। তবে শিক্ষার্থীরা বারবার এই মাঠের দখল ও ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে।
শিক্ষার্থীরা আদালত বসানোর বিরোধিতা করে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। তারা জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিক্ষোভ চলবে।